চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের পারিবারিক কলহের জেরে জসীম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি স্ত্রী ইয়াসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে জখম করে ইউএনও অফিসে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ( ৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে মাইজপাড়া এ ঘটনা ঘটে।
জসীম উদ্দিন একই থানার গন্ডামানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবীর বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে জসীম উদ্দিন নামে এক ব্যক্তি স্ত্রীকে শরীরের বিভিন্ন স্থানে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।
স্ত্রীকে কোপানোর সংবাদ জসীম নিজে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জসীমকে থানায় হস্তান্তর। জসিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, জসিম কোন কাজকর্ম করতেন না। বিভিন্ন সময়ে স্ত্রীকে মারধর করতেন। আজকে ছেলে মা ইয়াসমিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় জসিমকে গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
এমএম/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।