ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বামীর পথ ধরে চলে গেলেন স্ত্রীও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জুলাই ৪, ২০২১
স্বামীর পথ ধরে চলে গেলেন স্ত্রীও  অধ্যাপক খালেদা খানম।

চট্টগ্রাম: সদ্যপ্রয়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক খালেদা খানম মৃত্যুবরণ করেছেন। তিনি বার্ধক্যজনিত জটিলতা নিয়ে কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

রোববার (৪ জুলাই) ভোরে হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

সর্বশেষ আইসিইউ সাপোর্টও দেওয়া হয় তাকে। এর আগে গত ২৪ জুন তার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী মারা যান।  

অধ্যাপক খালেদা খানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। দীর্ঘদিন চবি বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।