চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন।
রোববার (৪ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ ৭টি ল্যাবে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ২২৩ জন এবং উপজেলায় ১৪৬জন। ২৪ ঘণ্টার তথ্যে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। সার্বিকভাবে সব উপজেলায় সংক্রমণের হার বাড়ছে। তাই সংক্রমণ রুখতে জনসাধারণের সচেতন হওয়া জরুরি।
এদিকে, করোনার সংক্রমণ রোধে চট্টগ্রামে মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। সবকিছুর পরও ঠেকানো যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল। বিভিন্ন অজুহাতে বের হচ্ছেন অনেকে। স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণের উদাসীনতাই সংক্রমণ বাড়ার জন্য দায়ী- বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এমএম/এসি/টিসি