ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, জুলাই ৩, ২০২১
ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক ...

চট্টগ্রাম: ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উড়িরচর থেকে তাদের আটক করা হয়।

 

উড়িরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাবুল আজাদ বাংলানিউজকে বলেন, ৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জন কিশোর,  ২ জন কিশোরী এবং ৩ জন শিশু রয়েছে।

তাদের নাম ও ক্যাম্পের নাম ঠিকানা নেওয়া হচ্ছে। তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, সন্দ্বীপ থেকে এখন পর্যন্ত মোট ৪৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।