ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে মাদক দ্রব্যসহ ট্রাক জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, জুলাই ৩, ২০২১
সীতাকুণ্ডে মাদক দ্রব্যসহ ট্রাক জব্দ, আটক ২ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সন্দেহভাজন একটি ট্রাকে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে আটক করেছে র্যা ব-৭।  

শনিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন র্যা ব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটককৃতরা হলেন, মো. ইদ্রিস (৩০), মো. মোরশেদ। এদের মধ্যে ইদ্রিস ট্রাক চালক এবং মোরশেদ হেলপার।

 

মো. নুরুল আবছার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন মাদক ব্যবসায়ী একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছেন। পরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার জোড়ামতল এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যা ব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যা ব সদস্যরা ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে।  

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। পরে ট্রাকে থাকা ২টি বস্তার ভিতর থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য ও ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।