চট্টগ্রাম: নগরের চাকতাই সংযোগ সড়কে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন।
গ্রেফতার হওয়া ইয়াবা বিক্রেতার নাম কাঞ্চন কুমার দে (৪১)। তিনি রাউজান ঢেউয়াপাড়ার কামিনী মাস্টার বাড়ির নিরোদ বরণ দে এর ছেলে।
ওসি মুহাম্মদ রুহুল আমীন জানান, এসআই মো. রবিউল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৮০ হাজার টাকাসহ কাঞ্চনকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২, ২০২১
এসি/টিসি