ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গুদামে চুরি করতে গিয়ে ঘুম, অতঃপর ধরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, জুলাই ২, ২০২১
গুদামে চুরি করতে গিয়ে ঘুম, অতঃপর ধরা  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় গুদামে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়া এক চোরকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ওই চোরের নাম মো. ফোরকান (১৯)।

সে পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে।

শুক্রবার (২ জুলাই) সকালে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

জিজ্ঞাসাবাদে ফোরকান জানিয়েছে, চুরি করতে ঢুকে ইয়াবা সেবনের পর সে ঘুমিয়ে পড়েছিল। তার মানিব্যাগে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।  

ওসি বলেন, চিহ্নিত চোর ফোরকান বৃহস্পতিবার (১ জুলাই) গভীর রাতে গুদামে ঢুকেছিল চুরির উদ্দেশ্যে। চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়লে সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার (২ জুলাই) সকালে ওই চোরকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।