চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়া হাট এলাকা থেকে ৫৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরমঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ জুলাই) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহরাওয়ার্দী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) রাতে নজুমিয়া সওদাগর বাড়ির তামিমের ভাড়াঘরে চারদিকে ঘিরে ফেলা হয়।
জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমএম/টিসি