ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ৫৬ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, জুলাই ১, ২০২১
হাটহাজারীতে ৫৬ জুয়াড়ি গ্রেফতার হাটহাজারীতে গ্রেফতার জুয়াড়িরা

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়া হাট এলাকা থেকে ৫৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।  তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরমঞ্জাম উদ্ধার করা হয়েছে।

  

বৃহস্পতিবার ( ১ জুলাই) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহরাওয়ার্দী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) রাতে নজুমিয়া সওদাগর বাড়ির তামিমের ভাড়াঘরে চারদিকে ঘিরে ফেলা হয়।

রাত সাড়ে ১২টার দিকে তল্লাশি চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার নগদ টাকা ও জুয়া খেলার সরমঞ্জা উদ্ধার করা হয়েছে।

জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।