ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ধরা খেল চেকপোস্টে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, জুলাই ১, ২০২১
অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ধরা খেল চেকপোস্টে ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: যাত্রী পরিবহনের সময় সরকারি অ্যাম্বুলেন্স আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
  
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।

পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সকালে মেডিক্যাল স্টাফ নিয়ে চট্টগ্রাম শহরে আসে।

ফিরে যাওয়ার সময় চালক কয়েকজন যাত্রী ওঠায়। পরে মইজ্জারটেক এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে যাত্রীদের নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ।  

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, যাত্রী নেওয়ার দায়ে আনোয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করে। স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি হওয়ায় রোগীদের কথা ভেবে করে গাড়িটি ছেড়ে দেওয়া হবে। তবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সবকিছু ঠিক আছে কিনা তা যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।