ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ তলার অনুমোদন নিয়ে ১৩ তলা, গুঁড়িয়ে দিল সিডিএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০২১
১০ তলার অনুমোদন নিয়ে ১৩ তলা, গুঁড়িয়ে দিল সিডিএ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বহুতল ভবনের অবৈধ অংশ।

চট্টগ্রাম: নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নগরের কমার্স কলেজ রোডের মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকায় সামার হোল্ডিং নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, ১০ তলা ভবনের অনুমতি নিয়ে তারা ১৩ তলা পর্যন্ত নির্মাণ করেছে।

এরই মধ্যে ১৪ তলা পর্যন্ত তাদের ফ্ল্যাট বিক্রিও করে দিয়েছে। নকশা বহির্ভূত ও অনুমোদনহীন অংশটুকু ভেঙে ফেলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।