ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জুন ২২, ২০২১
মিরসরাইয়ে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক ...

চট্টগ্রাম: মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।

তিনি বাংলানিউজকে বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসা ৬ পরিবারের ১৪ জন সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে পালিয়ে আসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এরআগে রোববার (৩০ মে) ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা ও ৩ দালালকে আটক করে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ২২, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।