ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে ডুবল পাথর বোঝাই লাইটার জাহাজ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জুন ২১, ২০২১
কর্ণফুলীতে ডুবল পাথর বোঝাই লাইটার জাহাজ  এমভি রুহুল আমিন খানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ট্যাংকার

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে পাথর বোঝাই করা ‘এমভি রুহুল আমিন খান’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ জাহাজের নাবিকরা নিরাপদে কূলে উঠতে সক্ষম হয়েছেন।

 

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।  

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে পাথর খালাস করে এমভি রুহুল আমিন খান নামের লাইটার জাহাজটি কর্ণফুলীর ঘাটে ভেড়ানোর জন্য আনা হচ্ছিল।

একপর্যায়ে নদীতে নোঙর করা ‘ওটি মিক হৃদয় ১’ নামের একটি খালি অয়েল ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগে এমভি রুহুল আমিন খানের। এরপর এমভি রুহুল আমিন খান ক্রমে ডুবে যেতে থাকে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাজটি পুরোপুরি ডুবে যায়। নাবিকরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।  

ওসি জানান, ডুবে যাওয়া জাহাজের মাস্টার পুলিশকে জানিয়েছেন নদীতে তীব্র স্রোতের ঘূর্ণিতে পড়ায় জাহাজটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জুন ২১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।