ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে হাজতির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ২১, ২০২১
চট্টগ্রামে হাজতির মৃত্যু  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ওই হাজতির নাম মো.হান্নান (৪১)।

তিনি আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার ছদর আলীর ছেলে।

রোববার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মৃত্যুবরণ করেন।

 

কারাগার সূত্রে জানা যায়, আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কারাগারে ছিলেন মো.হান্নান।  তার হাজতি নম্বর: ২৩৫১২/১৯।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, গত শনিবার মো.হান্নান নামের ওই হাজতি কারাগারে অসুস্থবোধ করায় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একইদিন উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে কারাগার কর্তৃপক্ষ। জরুরি বিভাগের চিকিৎসক ১২ নম্বর হৃদরোগ ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ২১, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।