ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২১
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ...

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বালিকা (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্ট দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বঙ্গবন্ধু বালক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চন্দনাইশ উপজেলা দল ২-০ গোলে সাতকানিয়া উপজেলা দল হারিয়েছে। বঙ্গমাতা বালিকা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডবলমুরিং থানা দল ১-০ গোলে কোতোয়ালী থানা দলকে হারিয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম দক্ষিণ জোনের আওতায় ৮টি উপজেলা, উত্তর জোনের আওতায় ৭টি উপজেলা এবং নগর জোনের আওতায় থানা অঞ্চল ভিত্তিক ৬টি মিলিয়ে ২১টি দল অংশ নিচ্ছে। অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও চট্টগ্রাম উত্তরে ৭টি ,দক্ষিণে ৮টি উপজেলা ও নগর পর্যায় থেকে থানা অঞ্চল ভিত্তিক ৬টি মিলিয়ে ২১টি দল অংশ নিচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. বদিউল আলম, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।