ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার মসজিদের খতিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ১৬, ২০২১
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার মসজিদের খতিব প্রতীকী ছবি

চট্টগ্রাম: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্তার অভিযোগে নগরের ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শামীমুর রহমানকে (৪৩) গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।  

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) রাছিব খান।

 

তিনি বাংলানিউজকে বলেন, সিরিয়াফেরত জঙ্গি সাখাওয়াত আলী লালুর তথ্যের ভিত্তিতে গতকাল শামীমুর রহমানকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) আদালতে হাজির করা হবে।

পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করবেন।  

মো. শামীমুর রহমান ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং স্থানীয় একটি কওমি মাদরাসার শিক্ষক। তার বাড়ি গোপালগঞ্জে। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খতিব শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো বলে জানায় পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।