ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফের ৩ দিনের রিমান্ডে হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জুন ১৫, ২০২১
ফের ৩ দিনের রিমান্ডে হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী আজিজুল হক ইসলামাবাদী

চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর ফের ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৫ জুন) বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এই আদেশ দেন।

 

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বাংলানিউজকে বলেন, হাটহাজারীতে নাশকতার ৫২(০৩)২১ মামলায় মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। এর আগে হাটহাজারীর অন্য নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে গত ২৬ মার্চ হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এ ঘটনায় ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ৬টি মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।