ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা নিয়ে গ্রেফতার দুধ জসিম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ১৫, ২০২১
ইয়াবা নিয়ে গ্রেফতার দুধ জসিম! ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার সুপারীওয়ালাপাড়া এলাকার আলম ভবনের সামনে থেকে ইয়াবাসহ মো. জসিম (৪৩) ওরফে দুধ জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

গ্রেফতার দুধ জসিম কর্ণফুলী থানার চরলক্ষ্যা লইট্টার চর এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ জানায়, জসিম মূলত দুধ বিক্রেতা।

তাই এলাকায় দুধ জসিম নামেই পরিচিত। দুধ বিক্রির আড়ালেই তিনি ইয়াবা ব্যবসা করেন।  

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, জসিম সুপারিওয়ালাপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। তাকে গ্রেফতারের পর শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা কিনে সুপারিওয়ালাপাড়ায় খুচরা বিক্রি করে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তিনি স্থানীয় পাইকারি বিক্রেতাদের নাম প্রকাশ করেছে। জসিমের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।