ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীর উপস্থিতিতে হবে চবির সব পরীক্ষা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
শিক্ষার্থীর উপস্থিতিতে হবে চবির সব পরীক্ষা  চবি লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব বিভাগের পরীক্ষা সশরীরে (শিক্ষার্থীর উপস্থিতিতে) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগে নেওয়া হবে।

 

মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চবি উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

তিনি বলেন, অনলাইন ক্লাসগুলো সম্পন্ন হলে সব বিভাগের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ক্লাসগুলো অনলাইনে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীর সংখ্যা যাতে বেশি না হয়, সে জন্য সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয় করে পরীক্ষার তারিখ ও রুটিন দেবেন। বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ১৫, ২০২১।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।