ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘শুদ্ধাচার ও নৈতিকতা’ নিয়ে সেমিনার  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুন ১৩, ২০২১
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘শুদ্ধাচার ও নৈতিকতা’ নিয়ে সেমিনার   চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সেমিনার।  

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘কর্মক্ষেত্রে শুদ্ধাচার ও নৈতিকতা’ বিষয়ক কর্মশালা রোববার (১৩  জুন) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

তিনি বলেন, সর্বক্ষেত্রে মানুষের সততা নৈতিকতা নিয়ে কাজ করা উচিত। তাহলে আগামীতে রাষ্ট্র-সমাজ আরো বেশি অগ্রসর হয়ে এগিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
 

এছাড়া আলোচনা করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মনোয়ারুল হক  শামীম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, পরিচালক (অর্থ) মাসুদুর রহমান, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, প্রধান প্রকৌশলী ফরহাদ রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।