ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৪১২০ লিটার অবৈধ পাম অয়েলসহ আটক ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ১১, ২০২১
১৪১২০ লিটার অবৈধ পাম অয়েলসহ আটক ৫  ...

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী থানায় শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৪  হাজার ১২০ লিটার অবৈধ পাম অয়েলসহ ৫ চোরা কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।  

তারা হলেন- বাকলিয়া থানার বদিউল আলমের (৩০) ছেলে মো. মিজানুর রহমান, ভোলা জেলার বাসিন্দা মো. সেলিমের ছেলে মো. মাকসুদুর রহমান (২৬), পটিয়া উপজেলার হরিণকাইন ইউনিয়নের মৃত কবির আহমেদের ছেলে মো. জানে আলম (৫২), কর্ণফুলী থানার আব্দুল মাবুদের ছেলে মো. তাহের (৩০) ও নগরের বন্দর থানার পশ্চিম ইউনিয়নের বাসিন্দা মো. মঞ্জুর আলম (২৫)।

এ সময় অবৈধ পাম অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাকও জব্দ করা হয়।  

শুক্রবার (১১ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় অবৈধ চোরাই পাম অয়েল মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালালো হয়। সেখান থেকে অবৈধ চোরা কারবারিদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ পাম অয়েল মজুদ করে বিক্রি করে আসছে বলে জানিয়েছে। তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।