ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২ কোটি টাকা অনুদান পিএইচপি ফ্যামিলির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ১০, ২০২১
প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২ কোটি টাকা অনুদান পিএইচপি ফ্যামিলির মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন পিএইচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাধীন করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।  

বৃহস্পতিবার (১০ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন তিনি।

এ সময় পিএইচপি গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল ও পিএইচপির পরিচালক জহিরুল ইসলাম রিংকু সঙ্গে ছিলেন।

এর আগের বারও পিএইচপি ফ্যামিলি ২ কোটি টাকা অনুদান দিয়েছিল প্রধানমন্ত্রীর করোনা তহবিলে।

 

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ১০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।