ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় কারাগারে কর্ণফুলী গ্যাসের সার্ভেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
দুদকের মামলায় কারাগারে কর্ণফুলী গ্যাসের সার্ভেয়ার ...

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার মো. দিদারুল আলমকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় তাকে আদালত কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত দুদক-১ এর  উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।

 

এর আগে পৌনে ৬টার দিকে নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকার বাসা থেকে মো. দিদারুল আলমকে গ্রেফতার করে দুদক।  

সকালে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করায় দুদক সম্মিলিত-১ উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, সাবেক ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী, সার্ভেয়ার মো. দিদারুল আলম এবং গ্রাহক মো. মুজিবুর রহমান।

দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত গ্রেফতার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও  সাবেক ব্যবস্থাপক মো. মজিবুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম সম্মিলিত দুদক-১ এর  উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন বাংলানিউজকে জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সার্ভেয়ার মো. দিদারুল আলমকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।