ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আবদুল মান্নান ও আব্দুল হালিম গাজীর মৃত্যুতে সিইউজের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জুন ১০, ২০২১
আবদুল মান্নান ও আব্দুল হালিম গাজীর মৃত্যুতে সিইউজের শোক প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য সাব্বির মোহাম্মদ ইরফান ও সাংবাদিক মোস্তফা এমরান সোহেলের বাবা আবদুল মান্নান মারা গেছেন। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 প্রায় একইসময়ে মারা গেছেন সিইউজের দুই সদস্য মনজুর কাদের মনজু ও কাউসার ইকবালের শ্বশুর আব্দুল হালিম গাজী। ইন্নালিল্লাহি...রাজিউন।

সাংবাদিক পরিবারের দুই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।  
এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।