চট্টগ্রাম: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (জিএম) মো. সারওয়ার হোসেন ও ব্যবস্থাপক মো. মজিবুর রহমানের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল চারটার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় কেজিডিসিএল কার্যালয়ের ফটকে তারা আন্দোলন করেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া কেজিডিসিএল সিবিএ'র সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বাংলানিউজকে বলেন, একটি সাজানো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
সরকারি আদেশ অমান্য করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার দায়ে বৃহস্পতিবার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (জিএম) মো. সারওয়ার হোসেন ও ব্যবস্থাপক মো. মজিবুর রহমানকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও মামলা বাদী মো. শরীফ উদ্দিন তাদের গ্রেফতার করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি নির্দেশনায় আবাসিক খাতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
এমএম/টিসি