ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তা কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, জুন ১০, ২০২১
দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তা কারাগারে  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকাল ১১টার দিকে দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন বাংলানিউজকে জানান, দুদক সম্মিলিত-১ এর কর্মকর্তা শরীফ উদ্দীন বাদি হয়ে মামলা করেছেন।

ওই মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১০, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।