ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাসপোর্ট অফিস থেকে ১১ দালাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ৯, ২০২১
পাসপোর্ট অফিস থেকে ১১ দালাল গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ১টি পাসপোর্ট, ৩টি পাসপোর্টের ফরম ও ৫৫ হাজার টাকাসহ ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-সাইফুল, আমিনুল, রকিব, জহির, জুনাইদ, মুজিবুল, আহমদ হোসেন, জাকির হোসেন, সাকিব, জামাল ও সাইদুল।

 

বুধবার ( ৯ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

অভিযোগকারী সোহেল রানা বাংলানিউজকে জানান, পাসপোর্ট অফিসে অফিসারের সঙ্গে কথা বলার জন্য প্রবেশ করতে চেয়েছিলাম।

কিন্তু দালালরা আমাকে বাধা দেন এবং তাদের ছাড়া পাসপোর্ট অফিসে প্রবেশ করতে দেননি। পরে আমি পুলিশকে অভিযোগ করি।

পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ পাসপোর্ট অফিস থেকে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে জানান, চট্টগ্রামে দুইটা পাসপোর্ট অফিস মিলে শতাধিক দালাল রয়েছে। তাদের মধ্যে ৫০ জনের বেশি স্বীকৃত দালাল রয়েছে। আমাদের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের ২০-২৫ জনের তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।