ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘরের মাটি ফেটে বের হচ্ছে গ্যাস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ৯, ২০২১
ঘরের মাটি ফেটে বের হচ্ছে গ্যাস উদগিরণ হচ্ছে গ্যাস।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় একটি ঘরের মাটি ফেটে তীব্র বেগে গ্যাস উদগিরণ হচ্ছে। ১১ ঘন্টা পার হয়ে গেলেও এখনো কোন ধরনের সহায়তা পাননি ওই বাড়ির মালিক।

তিনি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেও প্রতিকার মিলেনি।  

বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত মঙ্গলবার (৮ জুন) রাত ১১টার দিকে মোহরা ৫ নম্বর ওয়ার্ডের উত্তর মোহরা কালন সওদাগর বাড়ির তসলিম উদ্দীনের ঘরের মাটি ফেটে গ্যাস উদগিরণ শুরু হয়।  

তসলিম উদ্দীন বাংলানিউজকে বলেন, রাত ১১টার দিকে হঠাৎ করে পানির সঙ্গে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। ৯৯৯ নম্বরে ফোন করলে চান্দগাঁও থানা পুলিশ এসে দেখে কোনো সমাধান না দিয়েই চলে যায়। বুধবার সকালে কর্ণফুলী গ্যাসের একটি টিম ঘটনাস্থলে এসেছেন। কিন্তু তারাও কোন সমাধান দিতে পারেননি। ফায়ার সার্ভিসের কেউ আসেননি। আমি তাদেরকেও বিষয়টি জানিয়েছি।  

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপব্যবস্থাপক মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা বিষয়টি জানার পর সেখানে একটি টিম পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।