ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে ডুবলো ‘এফভি ক্রিস্টাল-৮’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২১
কর্ণফুলীতে ডুবলো ‘এফভি ক্রিস্টাল-৮’ ‘এফভি ক্রিস্টাল-৮’

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারের স্টাফদের ক্ষতি হয়নি।

বুধবার (৯ জুন) ভোররাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের।

জাহাজের নাবিকরা জানান, ফিশিং ট্রলারটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে ট্রলারে পানি ঢুকে যায়। পানি দেখতে পেয়ে স্টাফরা চিৎকার করলে আশ-পাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছে কোস্টগার্ডের একটি টিম।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।