ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল রেলওয়ের এক কর্মচারী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ৮, ২০২১
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল রেলওয়ের এক কর্মচারী  প্রতীকী ছবি

চট্টগ্রাম: কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে রেলওয়ের বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ জুন) বিকালে নগরের খুলশী থানার পাহাড়তলী কেন্টিনগেইট এলাকায় একটি বাংলোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া হাওলাদার (৪০)। তিনি মাদারীপুর জেলার সদর থানা এলাকার বাসিন্দা।

দীর্ঘদিন ধরে রেলওয়ে বিদুৎবিভাগে কর্মরত ছিলেন তিনি।  

নিহত চাঁন মিয়ার ভাগিনা মুজাহিদ হাওলাদার বাংলানিউজকে জানান, কেন্টিনগেইট এলাকায় রেলওয়ের এক কর্মকর্তার বাসভবনে বিদ্যুতের কাজ করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন,  বিকেল সোয়া ৪ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ৮, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।