ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ দিনের রিমান্ডে হেফাজত নেতা আমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুন ৭, ২০২১
পাঁচ দিনের রিমান্ডে হেফাজত নেতা আমিনুল প্রতীকী ছবি

চট্টগ্রাম: হাটহাজারী থানার সহিংসতার দুই মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভা কমিটির দাওয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রকাশ নুরুল আমিনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রায়ের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

 

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের দুই মামলায় আমিনুল ইসলামকে ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক মামলায় ২ দিন ও আরেক মামলায় ৩ দিনসহ মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গত ২৭ মে আমিনুল ইসলামকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। ঐ দিন ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও অসুস্থ অনুভব করায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ৭, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।