চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার ভাটিয়ারী স্টেশন রোড মিতালি আবাসিকে বিদ্যুৎস্পৃষ্টে খোরশেদ আলম (৬৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
শুক্রবার (৪ জুন) দুপুরে হেদায়েতুল্লাহ বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে জানান, ভবনে কাজ করার সময় খোরশেদ আলম নামে এক নির্মাণশ্রমিক বিদ্যুস্পৃষ্ট হন। এ অবস্থায় উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ৪, ২০২১
এমএম/টিসি