ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাথরঘাটা ওয়ার্ডে অনলাইন সনদ প্রদান কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুন ৪, ২০২১
পাথরঘাটা ওয়ার্ডে অনলাইন সনদ প্রদান কার্যক্রম শুরু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোঘিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) এর সহযোগিতায় অনলাইন সনদ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি কাউন্সিলর পুলক খাস্তগীর এর সভাপতিত্বে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত অনলাইন সনদ প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম জিয়াউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন এটুআই এর চট্টগ্রাম ইনচার্জ মাহমুদ প্রাইসেড, প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজমুল হাকিম। অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মশিউর রহমান রোকন, ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আবু মো. আফসার উদ্দিন চৌধুরী, থানা আওয়ামীলীগের সদস্য দীপক ভট্টাচার্য্য, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, অজিত দে, মাওলানা নুর মোহাম্মদ, ব্যবসায়ী আবু মো. জাহেদ চৌধুরী, ব্যাংকার রানা অমিতাভ দাশ গুপ্ত, ডা. উজ্জ্বল, চিত্রশিল্পী সুকান্ত চৌধুরী, শিক্ষিকা মিশু ভট্টাচার্য্য, এনজিও কর্মী সুবর্ণা খান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ একসময় স্বপ্ন ছিল। আর আজকের দিনে তা বাস্তব। যার অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। ডিজিটালাইজেশন এর ফলে একদিকে যেমন হয়রানি কমবে তেমনি সেবা সহজতর হবে এবং কমবে জালিয়াতি। নাগরিক হিসেবে সবার সহযোগিতা অব্যাহত থাকলে এর শতভাগ সুফল মানুষ ভোগ করবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এসএস/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।