ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, জুন ৪, ২০২১
পাহাড়তলীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে সিটি বাসের ধাক্কায় মো.আমিনুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মো.আমিনুর রহমান ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাট্টলী ফৌজদার পাড়া আব্দুর রহমান মেম্বার বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, সাগরিকা মোড়ে অজ্ঞাত সিটি বাসের ধাক্কায় মো.আমিনুর রহমান গুরুতর আহত হয়।

উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ অবস্থায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জুন ৪, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।