ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাতারবাড়ীতে ২৮৩ একর জমির জন্য ৭৫ কোটি টাকা দিল বন্দর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, জুন ৩, ২০২১
মাতারবাড়ীতে ২৮৩ একর জমির জন্য ৭৫ কোটি টাকা দিল বন্দর ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মাতারবাড়ী সমুদ্রবন্দর ঘিরে উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ করা ২৮৩ দশমিক ২৩ একর জমির জন্য ৭৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ২৭৫ টাকার চেক দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২ জুন) কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মীর জাহিদ হাসান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজের হাতে চেক তুলে দেন।

এ সময় চট্টগ্রাম বন্দরের এস্টেট বিভাগের সহকারী ব্যবস্থাপক (ভূমি) মুহাম্মদ শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ জানান, শিগগির অধিগ্রহণ করা জমির দখল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।