ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিপিডিএল’র নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, জুন ৩, ২০২১
সিপিডিএল’র নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

চট্টগ্রাম: আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সিপিডিএল নগরের অভিজাত এলাকা পাঁচলাইশের সন্নিকটে একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে।

গত ৩১ মে সিপিডিএল পরিবার ও ভূমি মালিক শামীম হাছান, আজিজা হোসেন, সেলিনা হোসেন, শাহনাজ হোসেন, নাজমা সেহেলী, ইশতিয়াক মোহাম্মদ শফিক এর সঙ্গে পাঁচলাইশ মোড় সংলগ্ন প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মালিকরা সিপিডিএলের প্রতি তাদের আস্থা প্রকাশ করে গ্রাহকপ্রিয়তার প্রশংসা করেন। সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন গুণগতমান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।