ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ২২ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স ও ফি আদায় চসিকের অভিযানে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুন ২, ২০২১
সাড়ে ২২ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স ও ফি আদায় চসিকের অভিযানে  ...

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার ও মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুইটি হোল্ডিংয়ের দীর্ঘদিনের বকেয়া ট্যাক্স বাবদ ১৮ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা আদায় করা হয়েছে।  

বুধবার (২ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

চসিক সূত্র জানায়, অভিযানকালে দুইটি হোল্ডিংয়ের বকেয়া আদায়ের পাশাপাশি ২২টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ২৭ হাজার ৬২০টাকা আদায় করা হয়েছে।

 
এ ছাড়াও সদরঘাট রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানাও করা হয়।  

চসিকের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, চসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি আদায় এবং রাস্তা-ফুটপাতের ওপর অবৈধ দখলদার উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ০২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।