ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকার চিকিৎসাক্ষেত্রে গবেষণার জন্য উদ্বুদ্ধ করছে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ২, ২০২১
সরকার চিকিৎসাক্ষেত্রে গবেষণার জন্য উদ্বুদ্ধ করছে  ...

চট্টগ্রাম: বর্তমান সরকার চিকিৎসা ক্ষেত্রে গবেষণার জন্য উদ্বুদ্ধ করছে উল্লেখ করে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খান বলেছেন, গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের চিকিৎসাক্ষেত্র আরও বেশি সমৃদ্ধ হবে।

বুধবার (২ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হল রুমে গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৫৩ জনকে সর্বনিম্ন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) মাসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, ডিন অধ্যাপক ডা. আকরাম পারভেজ, সহযোগী অধ্যাপক ডা. হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন শামীম, রেজিস্টার ( ভারপ্রাপ্ত ) ডা. হাসিনা নাসরিন এবং গবেষণা কমিটির সদস্য ডা. রুমানা রশীদ।

 

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ০২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।