ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটবল অ্যাকাডেমিতে জুয়ার আসর, লাখ টাকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুন ১, ২০২১
ফুটবল অ্যাকাডেমিতে জুয়ার আসর, লাখ টাকা জব্দ ...

চট্টগ্রাম: নগরের এম আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং অ্যাকাডেমির অফিসে জুয়ার আসর চলাকালে অভিযান চালিয়ে পৌনে ৭ লক্ষ টাকাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১ জুন) রাত ৭টার দিকে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কোতোয়ালী জোনের এসি মো. মুজাহিদুল ইসলাম।

এ সময় জুয়া খেলা চলছিল।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭),  তৌহিদুল ইসলাম(৩৬), মো. আব্বাস (৪২),  মো. করিম (৩০),  মো. সোহাগ (২৯),  মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩),  মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০),  মো. কাইয়ুম(৪০), মো. মুসলিম উদ্দীন(৩৮),  মো. রানা (৪০),  মো. বাবুল(৩৫), মো. জসীম উদ্দীন(৩৮), মো. রুবেল উদ্দীন(৩২), মো. এমরান উদ্দীন(৫০)।

 

এসি মো. মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রেফারি সমিতির অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সরমঞ্জামসহ ১৯ জনকে আটক করা হয়। এ সময় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আশেপাশের এলাকায় পাহারা বসিয়ে খেলা পরিচালনা করে আসতো।  

বাংলাদশে সময়: ২১১৮ঘণ্টা,১ জুন, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।