ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম থেকে শিশু চুরি, উদ্ধার হবিগঞ্জে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ১, ২০২১
চট্টগ্রাম থেকে শিশু চুরি, উদ্ধার হবিগঞ্জে ...

চট্টগ্রাম: নগরের রেলওয়ে ষ্টেশন কলোনী থেকে গত বছরের ১২ ডিসেম্বর চুরি যাওয়া ৮ মাস বয়সী শিশু মো. ফারহানকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী ২ জনকে গ্রেফতার করা হয়।

 
মঙ্গলবার (১ জুন) বাংলানিউজকে এ তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল(৩৫) ও সুলতানা বেগম সুমি (২৬)

ওসি নেজাম উদ্দিন জানান, শিশুটিকে আদর করতে নিয়ে মাকে না জানিয়ে নিয়ে যায় সুলতানা বেগম।

পরে সে শিশুটিকে ইসমাইল নামে একজনের হাতে তুলে দেয়। ইসমাইল ৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে এক দম্পতির কাছে বিক্রি করে দেন। কিন্তু ওই দম্পতি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় প্রথমে ৯০০ টাকা এবং পরে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করে।  

তিনি আরও বলেন, ঘটনার পর শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০২১ এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। পরে বিভিন্ন মাধ্যমে অপহরণকারী সিলেটে রয়েছে বলে জানতে পারি। সিলেট কোতোয়ালী থানার সহায়তায় সুলতানা বেগমকে মাজার গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়ঃ ২১৩৩ ঘণ্টা, জুন ০১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।