ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় গৃহবধূর আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ১, ২০২১
বাকলিয়ায় গৃহবধূর আত্মহত্যা  ...

চট্টগ্রাম: নগরের শারমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার (১ জুন) দুপুর ১ টার দিকে বাকলিয়া থানার তুলাতলি এলাকায় গনি মিয়ার ভবনে এ ঘটনা ঘটে।

 

শারমিন আক্তার যশোর জেলার বাসিন্দা হলেও নগরের বাকলিয়া তুলাতলি এলাকায় বসবাস করতেন।

শারমিন আক্তারের স্বামী তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শারমিন গত এক সপ্তাহ ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

তাকে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা হচ্ছে। দুপুরে বাসায় রান্না হয়নি, বাহির থেকে খাবার আনতে গিয়ে ছিলাম। ছেলে বাসার দরজা খোলার সঙ্গে সঙ্গে বলেন মা রুমে কথা বলছে না। রুমে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, গৃহবধূ শ্রমিন আক্তার মঙ্গলবার দুপুরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদশে সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ০১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।