ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ১, ২০২১
লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্টারলাইন পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিদুয়ান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  এতে আহত হয় আরও ২ জন।

 

মঙ্গলবার (১ জুন) দুুপুর পৌনে ৩টার দিকে পদুয়া ইউনিয়নের বার আউলিয়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. রিদুয়ান সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ৫নম্বর ওয়ার্ড মাইজ পাড়ার আশোলিয়া বড়বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।

 

আহত ২ জন হলেন- একই এলাকার জহির আহমেদের ছেলে মহিউদ্দিন (২৫) ও আনু মিয়ার ছেলে মো. বেলাল (২৪)।  

ঘটনার প্রত্যেক্ষদর্শী মো. এরশাদ বাংলানিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী স্টারলাইন বাসের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং আরও দুই আরোহী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো.রিদুয়ান নামে একজন মারা যায়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ০১, ২০২১
এমএম/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।