ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাছ না ধরতে হালদায় সচেতনতামূলক মাইকিং 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, মে ১৬, ২০২১
মাছ না ধরতে হালদায় সচেতনতামূলক মাইকিং  ...

চট্টগ্রাম: হালদায় চলছে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম। গত ১০ থেকে ১৪ তারিখের মধ্যে মা মাছ ডিম ছাড়ার একটা জো ছিল।

কিন্তু এ সময়ের মধ্যে মা মাছ ডিম ছাড়েনি। আগামী ভরাপূর্ণিমা বা ভরা পূর্ণিমায় ২৪ থেকে ২৮ তারিখ আরেকটি জো রয়েছে সে সময় মা মাছ ডিম ছাড়বে।
তাই হালদা সংশ্লিষ্টদের সর্তকতার কমতি নেই।

মৌসুমকে সামনে রেখে রোববার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সদরঘাট নৌ-পুলিশের উদ্যোগে হালদা নদীর মোহনা থেকে করে সত্তার ঘাট পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে সচেতনতা ও সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।  

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, আমরা মনে করছিলাম এবারে অমাবস্যাতে হয়তো ছাড়বে। এখন যত দেরি হচ্ছে তত ভয়ের মধ্যে আছি। কেউ মাছ ধরে নিয়ে যায় কিনা। রাতে অভিযান চালাচ্ছি। আজকে সারাদিন জণগণকে সচেতন করতে মাইকিং চালিয়েছি। হালদা থেকে কেউ যদি যেকোন ধরনের মাছ ধরার চেষ্টা করে এবং ইঞ্জিন চালিত নৌকা চালনা, পানি দূষণ ও বালি উত্তোলন করে তাদের মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।  

 বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১৬, ২০২১
 এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।