ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় গ্যাস লাইট বিস্ফোরণ, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২১
বাকলিয়ায় গ্যাস লাইট বিস্ফোরণ, দগ্ধ ৫

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন ভরাপুকুর পাড় এলাকায় গ্যাস লাইট বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মে) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কিশোর কুমার দে (৪২), পংকজ দে (৪০), যদু বিশ্বাস (৫৫), মধুসূদন দত্ত (৪৫) ও প্রদীপ দাশ (৫২)।

 

জানা যায়, ওই এলাকার আবদুল হামিদ মিয়া বাসায় গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরানোর সময় গ্যাস লাইটটি বিস্ফোরিত হয়ে রুমে আগুন ধরে যায়। এতে রুমের ভেতরে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হন। পরে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। আহতদের মধ্যে প্রদীপ দাসের (৫২) অবস্থা আশংঙ্কাজনক, তবে অপর ৪ জন আশংকামুক্ত।

পুলিশের একটি সূত্র জানায়, আহত ব্যক্তিরা ওই রুমে তাস খেলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমএম/টিসি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।