ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদা রক্ষায় অভিযান, অবৈধ জাল জব্দ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
হালদা রক্ষায় অভিযান, অবৈধ জাল জব্দ   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার এখন ভরা মৌসুম। তাই অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত মাছ শিকারীর দল।

তাদের অপতৎপরতা রুখতে অভিযান চালাচ্ছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

সর্বশেষ বুধবার (১২ মে) গভীর রাতে হালদায় অভিযান চালিয়ে কচুখাইন, উরকিরচর, রাউজান ব্রিক ফিল্ড এলাকা থেকে ১টি চর ঘেরা জাল ও কর্ণফুলি-হালদা মোহনা থেকে ২০টি ঠেলা জাল উদ্ধার করা হয়েছে।

 

রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, এখন হালদায় মা মাছের ডিম ছাড়ার ভরা মৌসুম। এ মৌসুমকে সামনে রেখে অসাধুরা তৎপর। দিনের বেলায় আমাদের সরব উপস্থিতিতে তারা জাল ফেলতে পারছে না। তাই রাতে হালদাতে জাল ফেলছে।

হালদা নদী রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। আমাদের অভিযানও নিয়মিত রয়েছে। প্রায় প্রতিদিনই তারা ধরা পড়ছে।

এর আগে বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বোয়ালিয়ার মুখ এলাকা থেকে ৬শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।  

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন জানান, কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।