ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ১৩, ২০২১
রেলওয়ের ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলা ফয়সাল মাহবুব।

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা ফয়সাল মাহবুবের কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ মে) দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চল রেলওয়ে কর্মকর্তাদের বেতনের দুই কোটি টাকা ফয়সাল আত্মসাৎ করেন ‘আইভাস’ সিস্টেমে। এই ডিজিটাল পদ্ধতিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছিল।

এ বিষয়ে তিনি প্রশিক্ষণও নিয়েছেন। আত্মসাৎ করা টাকা দিয়ে স্ত্রীর নামে জমি কিনেছেন।  

নগরের খুলশী টিকিট প্রিন্টিং কলোনিতে পরিবার নিয়ে বসবাস করেন ফয়সাল। তার বাবাও রেলওয়ের কর্মকর্তা ছিলেন।

এর আগে গত শনিবার (৮ মে) রাতে ফয়সাল মাহবুবকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরদিন খুলশী থানায় এ বিষয়ে রেলওয়ের ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার (ডিএফএ) মো. শাহাজাহান অভিযোগ করেন। অর্থ আত্মসাতের বিষয়টি দুদকের তালিকাভুক্ত হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ লিখিতভাবে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ অভিযোগ দায়ের করেন।

অপরদিকে, এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএফএ (অর্থ) ফারজানা উম্মে খানম, ডিএফএ (বুকস অ্যান্ড অ্যাকাউন্টস) আব্দুল আওয়াল। এছাড়া কমিটির দুই সদস্যকে কারিগরি সহায়তা দিতে টেকনিক্যাল সাপোর্ট অফিসার আব্দুল আল আসিফ কমিটির সঙ্গে কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।