ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ভোরের অভিযানে ২৫০০ মিটার জাল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ১১, ২০২১
হালদায় ভোরের অভিযানে ২৫০০ মিটার জাল জব্দ হালদা নদীতে অভিযান

চট্টগ্রাম: দেশের একমাত্র রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার (১১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযানে সাত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত বিভিন্ন স্থানে ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

ইউএনও বাংলানিউজকে জানান, হালদায় ডিম ছাড়ার জো (মৌসুম) চলছে। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ।

থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বড় বড় মা-মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। এসব মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর। দিনের বেলায় জাল বসানোর তৎপরতা কমেছে। তাই উপজেলা প্রশাসন ভোর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানে আইডিএফ সদস্য, আনসার সদস্যর, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান সহায়তা করেন।

সূত্র জানায়, অমাবস্যা বা পূর্ণিমায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও পাহাড়ি ঢল নামলে হালদার মা-মাছ ডিম ছাড়ে। বংশ পরম্পরায় অভিজ্ঞ জেলেরা এসব নিষিক্ত ডিম সংগ্রহ করে রেণু ও পোনা তৈরি করে। প্রাকৃতিক এসব পোনা দ্রুত বড় হয় বলে দেশের মাছচাষিদের কাছে আলাদা কদর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মে ১১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।