ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ১০, ২০২১
বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাঁশখালীর পুকুরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।  

সোমবার (১০ মে) সকাল ১১টার দিকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত তিনজন হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী হাঁসের দিঘী এলাকার মো. আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তাঁর মেয়ে প্রিয়া মনি (৩) ও নাইক্ষ্যংছড়ির মধ্যম বাইশারী এলাকার মো. হাশেমের ছেলে আবদুর রহিম (২৫)।  

আহত দুজন হলেন নিহত সানজিদার স্বামী মো. আরমান (২৭) ও অটোরিকশাচালক মো. আইয়ুব (২৭)।

আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই শীলব্রত বুড়য়া বাংলানিউজকে বলেন, বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছে। আহত দুই জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে আহতরা ২৮ নম্বর নিউরো সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ১০, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।