ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ৯, ২০২১
ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের হালিশহর থানা এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মো. সরোয়ার আলম জনি (২৮) মারা গেছেন।

রোববার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন।

 সরোয়ার আলম জনি হালিশহর থানার রামপুর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার নুর আলমের ছেলে।

মোহাম্মদ আল মামুন জানান, স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া থামাতে গেলে গত ৪ মে রাতে সরোয়ারকে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার আলম জনি মারা যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, গত ৬ মে এ ঘটনায় সরোয়ারের বাবা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।