ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এতিমদের জন্য সেহরি’র খাবার বিতরণ  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ৭, ২০২১
এতিমদের জন্য সেহরি’র খাবার বিতরণ   ...

চট্টগ্রাম: মাহে রমজানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে চকবাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি আওরাজ ভূইয়া রনক এর ব্যক্তিগত উদ্যোগে এতিমদের মাঝে সেহরি’র খাবার বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে চকবাজার থানাধীন টাকশাহ মিয়ার মাজার এতিমখানার ছাত্রসহ ভাসমান অসহায়, গরীব মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো ইলিয়াছ, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক এম হাসান আলি, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ইরাক, সিনিয়র সহ সভাপতি আওরাজ ভুইয়া রনক, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন সুমন, গুলজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, চকবাজার থানা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক রাইসুল ইসলাম আকাশ, ছাত্রনেতা ফরহাদ, মাসুদ, এম এ কামরুল, শাহাদাত হোসেন, ধ্রুব ভট্টাচার্য, জয় চন্দ্র পিয়াল, শুভ, মুন্না, মোবারক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ০৭, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।