ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ৬, ২০২১
দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব: আ জ ম নাছির বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনে সমাজের নিম্ন ও প্রান্তিক শ্রেণির জনগোষ্ঠির দুর্ভোগ বেড়েছে। জনমানুষের সেবায় সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

তবুও সরকারের সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিত্তবানদের মানবিক দায়িত্ব নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব।

বৃহস্পতিবার (৬ মে) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডস্থ নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  আলফালাহ গলি যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।  

মহানগর যুবলীগ নেতা তাজ উদ্দিনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোর্শেদ আলম চৌধুরী, বেলাল আহমেদ, আনোয়ার হাফিজ, ওয়াহিদুল আলম শিমুল, আনিসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ০৬ মে, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।